মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুবদল নেতা গ্রেপ্তার

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০২:৪১ এএম

নোয়াখালীর চাটখিল থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. বোরহান (৪৮) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চাটখিল পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বোরহান চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও একই ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের খাদুয়া বাড়ির মাওলানা অলি উল্লার ছেলে। হত্যাকা-ের প্রায় ১০ বছর পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাব-১১ জানায়, পূর্বশত্রুতা জেরে ২০১৫ সালের ১৮ মে রশিদ খান নামের এক ব্যক্তিকে গুলি করে যুবদল নেতা মো. বোরহান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার ন্যাশনাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত