জয়পুরহাটে শহর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পিয়াল আহম্মেদ বিপ্লবকে কুপিয়ে জখম করা হয়েছে। গত বুধবার রাত ১২টার দিকে শহরের জুবিলী হলের সামনে রেললাইনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিপ্লব (৩২) জয়পুরহাট শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলার ইসলামনগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল চিহ্নিত সন্ত্রাসী ছাত্রদল নেতা পিয়ালের ওপর হামলা চালায়। একপর্যায়ে পিয়ালকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা চলে যায়। জয়পুরহাট থানার ওসি নুর আলম বিষয়টি নিশ্চিত করেন।