খুলনায় দ্রুতগামী বাসের চাপায় এক ইজিবাইচালক নিহত হয়েছেন। এদিকে গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে ১২ জন এবং টাঙ্গাইলের কালিহাতীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:
খুলনা : দ্রুতগামী বাসচাপায় শাহীন শেখ (২৬) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর খানজাহান আলী সেতুর পশ্চিম ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন লবণচরা থানার বুখারিয়াপাড়ার মোসলেম শেখের ছেলে।
লবণচরা থানার ওসি তৌহিদুজ্জামান জানান, বরিশাল থেকে তিতাস পরিবহন নামে একটি বাস খুলনার যাচ্ছিল। বাসটি খানজাহান আলী সেতু পার হয়ে পশ্চিম ঢালে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইক চালক শাহীনের মৃত্যু হয়। এ সময় বাসের আঘাতে আরেকজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিকে আটক করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। গতকাল ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের চাপ্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় চাপ্তা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ ঘটলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির অন্তত ১২ যাত্রী আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
টাঙ্গাইল : কালিহাতীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় যমুনা সেতু পূর্ব থানা পুলিশ। গতকাল দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। ঘণ্টাখানেক পর পুলিশ দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
যমুনা সেতু পূর্ব থানার এসআই তাহেরুল ইসলাম বলেন, ‘ঢাকা ও উত্তরবঙ্গগামী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।’