ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের গড়াই নদী পাড়ের লোকালয় থেকে উদ্ধার করা হয়েছে বিশাল একটি কুমির। গত বুধবার রাত ৯টার দিকে নদী পাড়ের সুবিদ্দা গোবিন্দপুর গ্রামের খিলাফত মেম্বারের বাড়িতে উঠে এসেছিল কুমিরটি। এ সময় গ্রামবাসী দেখতে পেয়ে মাছ ধরা জাল দিয়ে কুমিরটিকে ঘেরাও করে ধরে ফেলে। খুলনা বন বিভাগের কর্মকর্তারা এদিন রাত ৩টার সময় এসে কুমিরটি নিয়ে যায়।
স্থানীয়রা জানান, গড়াই নদী থেকে ৪০০ ফুট দূরে খিলাফত মিয়ার বাড়ির দিকে যাচ্ছিল কুমিরটি। সে সময় পাতার ওপর দিয়ে যাওয়ার সময় মড়মড় আওয়াজ পেলে এলাকাবাসী কুমিরটিকে দেখতে পায়। এরপর মাছ ধরা জাল দিয়ে কুমিরটিকে ঘেরাও করে ধরে ফেলে। স্থানীয় শাহিনুজ্জামান বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা গড়াই নদী পাড়ের মানুষ কুমির আতঙ্কে ছিলাম। কুমিরটি প্রায় ১০ ফুট লম্বা।’
শৈলকুপা বন বিভাগের কর্মকর্তা মোকলেসুর রহমান বলেন, ‘এলাকাবাসী ধরে কুমিরটিকে প্রথমে খুলমবাড়িয়া স্কুল মাঠে নিয়ে যায়। পরে ভ্যানযোগে শৈলকুপা থানায় নিয়ে আসে। কুমিরটিকে জাল ও দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পাই। পরে রাত ৩টার সময় খুলনা বন বিভাগের কর্মকর্তারা এসে কুমিরটি নিয়ে যায়।’
ঝিনাইদহ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘খবর পেয়েই কুমিরটিকে উদ্ধারের জন্য সেখানে লোক পাঠানো হয়। রাতেই খুলনা বন বিভাগের কর্মকর্তাদের কাছে কুমিরটি হস্তান্তর করা হয়েছে।’
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও কুমিরটিকে জনতার হাত থেকে জীবিত উদ্ধার করতে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। আমরা কুমিরটি জীবিত উদ্ধার করে থানায় রাখি। পরে খুলনা বন বিভাগের কর্মকর্তারা এসে কুমিরটি নিয়ে যায়।’