বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

রূপগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ 

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০৬:০০ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট কিনে দেওয়ার কথা বলে ইব্রাহিম (৫৫) নামে কাচাঁমাল ব্যবসায়ী ৭ বছরের শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে শিশুর বাবা বাদী হয়ে ইব্রাহিমকে আসামিকে করে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী বাঘবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

এদিকে এ ঘটনায় ইব্রাহিমের স্ত্রী রোকেয়া বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা সহকারি পুলিশ সুপার ‘গ’ সার্কেল মেহেদী ইসলাম। 

এর আগে তারাব পৌর কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল ভুইয়াসহ কয়েকজন মিলে শিশুর মা-বাবাকে হুমকি ধামকি দিয়ে ৫ হাজার টাকা রফাদফা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। ইব্রাহিম সুনামগঞ্জ জেলার বিঞ্চামপুর এলাকার আব্দুল মিয়ার ছেলে। বর্তমানে তারাব পৌর কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল ভুইয়া বাড়ির ভাড়াটিয়া। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, শিশুটির পরিবার রূপসী বাঘবাড়ি এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। ইব্রাহিম রূপসী বাঘবাড়ি ব্রীজ এলাকায় কাচাঁমালের ব্যবসা করেন। ইব্রাহিম শিশুটিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে তার দোকানের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় জালালের স্ত্রী ইব্রাহিমের দোকানে শুটকি কিনতে গিয়ে ধর্ষণের বিষয়টি দেখে স্থানীয়দের খবর দেন। পরে বিকেলের শিশুটি তার মা-বাবাকে বিষয়টি জানান। শিশুদের বাড়িওয়ালা তানসেন ও তারাব পৌর কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল ভুইয়া ও স্থানীয় প্রভাবশালী পলিনসহ কয়েকজন মিলে ধর্ষণের বিষয়টি ক্ষতিপূরণ বাবদ ৫ হাজার টাকা শিশুর পরিবারকে দিবেন বলে আশ্বাস দেন। রাত ৯ টার দিকে এলাকাবাসী ধর্ষণের বিষয়টি জানতে পেরে রুবেলের বাড়ির সামনে বিক্ষোভ করে বাড়িটি ঘিরে রাখেন। 

এ সময় উত্তেজনা বাড়তে দেখে রুবেল ও তানসেন মিলে ইব্রাহিমকে বাড়ি থেকে বের হয়ে পালাতে সহযোগিতা করেন। রাত ১১ টার দিকে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীসহ পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পৌছাঁন।   

শিশুটির বাবা বলেন, আমার মেয়ের ৭ বছর। আমি দিন মজুরের কাজ করি। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আমি কাজ থেকে এসে শুনতে পারি আমার ৭ বছরের মেয়েকে ইব্রাহিম ধর্ষণ করেছে। আমি এখানে ভাড়া থাকি। বাড়িওয়ালা তানসেন ও রুবেলসহ কয়েকজন মিলে আমাকে চাপ দিয়ে ৫ হাজার টাকার দিবে বলে বিষয়টি ধামাচাপা দিতে বলেন। আমি মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনার বিচার চাই। ইব্রাহিম আমার মেয়েকে এর আগেও বেশ কয়েকবার ধর্ষণ করেছে। বলেছে যদি কাউকে এ কথা বলে তাহলে তাকে হত্যা করবে বলে হুমকি ধামকি প্রদান করে। আমি থানায় ইব্রাহিমকে আসামি করে অভিযোগ করেছি। 

এদিকে জরুরি পরিষেবা ৯৯৯ এ কল পেয়ে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, সহকারি পুলিশ সুপার মেহেদী ইসলাম, সহকারি কমিশনার ভূমি (পূর্বাচল রাজস্ব সার্কেল ওবায়দুর রহমান সাহেল, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলের আসেন। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

সহকারি পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, রাতেই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসতে দুইদিন সময় লাগবে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে একটি অভিযোগ দেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ইব্রাহিমকে গ্রেপ্তার করতে বৃহস্পতিবার রাত থেকেই অভিযান পরিচালনা করা হচ্ছে। আশা করি খুব দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হবে। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল বলেন, মেয়েটি এখনো অসুস্থ আছে। ডাক্তার বলছে পরীক্ষার নিরীক্ষার পর বলা যাবে শিশুটির কি পরিমাণ ক্ষতি হয়েছে। ঘটনাটি শোনা মাত্রই পুলিশ ম্যাজিস্ট্রেটসহ আমরা অভিযান পরিচলনা করেছি। আশা করি ২৪ ঘণ্টার মধ্যেই অপরাধীকে ধরতে পারবো।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত