চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। গতকাল শুক্রবার বিকেল ৩টা ৫৫ মিনিটে আজিমপুর কবরস্থানে তার বাবা-মার কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে সকাল সাড়ে ১১টায় ঢাকার গ্রিন রোড এলাকায় বায়তুল আকসা মসজিদে তার প্রথম নামাজে জানাজা এবং জুমার নামাজের পর ধানম-ি ঈদগাহ ময়দানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তার সহকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাক্সক্ষীরা
অংশ নেন।
সকালে তার প্রথম নামাজে জানাজায় অংশ নেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। জানাজার পর উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, ‘তিনি (অধ্যাপক আরেফিন সিদ্দিক) অত্যন্ত বিনয়ী ও সজ্জন মানুষ ছিলেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। পরিবারের সিদ্ধান্তক্রমে তার দুটি জানাজার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তার দাফনের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। আমরা এ সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই।’গত ৬ মার্চ ইফতার কেনার জন্য ঢাকা ক্লাবে (রমনায়) গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানে দাঁড়িয়ে কথা বলার মধ্যেই পড়ে যান তিনি।