নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান, একটি গ্যাস শ্যুটারগান ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলা সদর পৌরসভার গাজীপুরা গ্রামের একটি ধানক্ষেত থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে অস্ত্রগুলি উদ্ধার করেছে। উদ্ধার হওয়া এসব অস্ত্র থানা থেকে লুন্ঠিত কিনা তা নিয়ে তদন্ত চলছে।