রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বগুড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় যুবক নিহত

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১২:০৩ এএম

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. অন্তর হোসেন (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলা মির্জাপুর ইউনিয়নের বিরইল নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত অন্তর হোসেন মাগুড়া জেলার শালিকা উপজেলা ছানিয়ারপাড়া গ্রামের মো. শাহ আলমের ছেলে।

জানা গেছে,  মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস অন্তরকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। 

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।  চালক ও সহকারীকে আইনের আওতায় আনার প্রচেষ্টায় রয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত