সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

হেরা কালচারালে কোরআন জাদুঘর

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৫:৪৮ এএম

রাসুল (সা.)-এর স্মৃতিবিজড়িত হেরা পর্বত সংলগ্ন অবস্থিত হেরা কালচারাল ডিস্ট্রিক্ট। মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশআল বিন আবদুল আজিজ সম্প্রতি এখানে পবিত্র কোরআন জাদুঘরের উদ্বোধন করেছেন। এটি হেরা কালচারাল ডিস্ট্রিক্টের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ, যা মক্কার বাসিন্দা ও দর্শনার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতা সমৃদ্ধ করার লক্ষ্যে গড়ে তোলা হয়েছে।

মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর জন্য গঠিত রয়্যাল কমিশনের তত্ত্বাবধানে ও সহায়তায় নির্মিত এই জাদুঘর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কোরআনের গুরুত্বকে তুলে ধরেছে, যা মুসলমানদের জন্য সর্বোচ্চ দিকনির্দেশনার উৎস। এই জাদুঘরে দর্শনার্থীরা দুর্লভ পা-ুলিপি, কোরআনের ঐতিহাসিক প্রতিলিপি এবং কোরআনের সংরক্ষণ প্রক্রিয়া সম্পর্কিত তথ্যচিত্রের ভিজ্যুয়াল ডিসপ্লে দেখার সুযোগ পাবেন।

প্রায় ৬৭ হাজার বর্গমিটার জুড়ে বিস্তৃত হেরা কালচারাল ডিস্ট্রিক্ট মক্কার ইতিহাস ও আধ্যাত্মিক পরিবেশ অনুভবের জন্য কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে। এটি হেরা পর্বতের কেন্দ্রস্থলে অবস্থিত, যেখানে প্রথম ওহি নাজিল হয়েছিল। এই প্রকল্পের অংশ হিসেবে রয়েছে ওহি প্রদর্শনী, যেখানে ওহির অবতরণ সম্পর্কে তথ্যচিত্র তুলে ধরা হয়েছে। দর্শনার্থীরা এখানে এসে সেই গুহায়ও প্রবেশের সুযোগ পাবেন, যেখানে মহানবী (সা.) প্রথম ওহি লাভ করেছিলেন।

জাদুঘরে প্রদর্শিত মূল্যবান নিদর্শনগুলোর মধ্যে রয়েছে খলিফা ওসমান ইবনে আফফানের হাতের লেখা কোরআনের একটি প্রতিলিপির ছবি এবং প্রাচীন পাথরে খোদাই করা কিছু কোরআনিক আয়াত। পবিত্র রমজান মাস জুড়ে কোরআন জাদুঘর দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

            -গালফ নিউজ

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত