গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাহারিয়া খান বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে সাদুল্লাপুর উপজেলা শহরের কাচা বাজারের আড়তের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাহারিয়া খান বিপ্লব (৫৮) সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার বনগ্রাম ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের মৃত ফরহাদ হোসেন খানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার। তিনি বলেন, তারাবির নামাজের পর সদর ও সাদুল্লাপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাহারিয়া খান বিপ্লবকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে গাইবান্ধা সদর থানায় নেওয়া হয়েছে। বিপ্লবের বিরুদ্ধে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর-আগুনের ঘটনায় জড়িতের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, গ্রেপ্তারের পর থানা হেফাজতে বিপ্লবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গেল বছরের ২৬ আগস্ট জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সদর থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (১৬ মার্চ) আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।