শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় আসামি হিটু শেখের স্বীকারোক্তি

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৩:০৬ পিএম

দেশব্যাপী আলোচিত মাগুরার ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি হিটু শেখ। রবিবার সাড়ে ১২টায় মাগুরা সদর থানায় প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মিনা মাহমুদা।

পুলিশ সুপার জানান, মাগুরার চাঞ্চল‌্যকর ৮ বছরের শিশু ধর্ষণ মামলায় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ মামলার অন‌্যতম আসামি হিটু শেখ শনিবার বিকালে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার বাকি তিন আসামিকে আমরা এখনো জিজ্ঞাসাবাদ করছি। এ মামলা সংক্রান্ত আলামত আমরা সংগ্রহ করে সিআইডিকে পাঠিয়েছি ফরেনসিকের জন‌্য।

প্রসঙ্গত, শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ওসি তদন্ত আলাউদ্দিন সরদার মামলার প্রধান আসামি হিটু শেখকে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রট আদালতে উপস্থাপন করেন। এসময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায় তার খাস কামরায় হিটু শেখের দোষ স্বীকারোক্তমূলক জবানবন্দি লিপিবদ্ধ করে নথিভুক্ত করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত