রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৩:৩৮ এএম

সাধারণ জ্ঞান

(বাংলাদেশ ও আন্তর্জাতিক)

১. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?

উত্তর : পুণ্ড্র

২. জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি?

উত্তর : ৭টি

৩. বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্রের নাম কী?

উত্তর : তিতাস

৪.  বাংলাদেশের কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়?

উত্তর : পঞ্চগড়

৫.  ঢাকার ‘ধোলাই খাল’ কে খনন করেন?

উত্তর :  ইসলাম খান

৬.  কত সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৭২ সালে

৭. ব-ঞওঘ চালু করা হয় কত সালে?

উত্তর : ২০১৩

৮. কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয়?

উত্তর : সুন্দরবনকে

৯.  বাংলাদেশের প্রকৃতির রানী বলা হয় কোন জেলাকে?

উত্তর : খাগড়াছড়ি

১০.  বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?

উত্তর : ১৯৭৪ সালে

১১.  নজরুল মঞ্চ কোথায় অবস্থিত?

উত্তর : বাংলা একাডেমিতে

১২. বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতা কে?

উত্তর :  সারাহ ইসলাম

১৩. তিস্তা বাঁধ কোন জেলায় অবস্থিত?

উত্তর : লালমনিরহাট

১৪. বাংলাদেশের দ্বীপের রানী বলা হয় কোন জেলাকে?

উত্তর : ভোলা

১৫. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?

উত্তর : আন্তোনিও গুতেরেস

১৬. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?

উত্তর : পর্তুগাল

১৭. আন্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব?

উত্তর : নবম

১৮.  জাতিসংঘে যোগদানকারী সর্বশেষ সদস্য কোন দেশ?

উত্তর : দক্ষিণ সুদান

            গ্রন্থনা : এজাজ পারভেজ

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত