বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

‘নার্ভাস’ হয়ে হার আলকারাজের

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০১:৫৮ এএম

ইন্ডিয়ান ওয়েলস ওপেনের সেমিফাইনালে ১৩তম বাছাই জ্যাক ড্র্যাপারের কাছে হেরে গেছেন দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ। বৃটিশ টেনিস তারকা ড্র্যাপার ৬-১, ০-৬, ৬-৪ গেমে হারান স্পেনের আলকারাজকে। স্প্যানিশ এই টেনিস তারকা চারটি গ্র্যান্ড সø্যাম জয়ী। ড্র্যাপার ফাইনালে মুখোমুখি হবেন ১২তম বাছাই হলগার রুনের। অপর সেমিতে রুন ৭-৫, ৬-৪ গেমে হারান পঞ্চম বাছাই দানিল মেদভেদেভকে।

সেমিতে হারের পর আলকারাজ বলেন, ‘আমি টানা তৃতীয়বার এই শিরোপা জিততে চেয়েছিলাম। তবে প্রতি ম্যাচেই আমি জিতব এমনটি বলাও ঠিক না। আমি তৃতীয়বার শিরোপা পাচ্ছি না সেটি নিয়ে আমার দুঃখ নেই। আমার দুঃখ নিজেকে নিয়ে, যেভাবে আমি ম্যাচটা খেলেছি সেটা নিয়ে। পুরো ম্যাচে শান্ত থাকতে পারছিলাম না।’ প্রথম সেটটি নিজের ক্যারিয়ারের বাজে সেট বলে উল্লেখ করেন আলকারাজ। ‘সম্ভবত এটিই আমার ক্যারিয়ারের বাজে সেট। তার মানে আমি ম্যাচের আগেই নার্ভাস ছিলাম। এটা খুবই হতাশার।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত