ইংলিশ প্রিমিয়ার লিগে এক ম্যাচ পর জয়ে ফিরল আর্সেনাল। গতকাল এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল ১-০ গোলে হারিয়েছে চেলসিকে। সব প্রতিযোগিতা মিলিয়ে দুই ম্যাচ পর জয়ে ফিরল গানার্সরা। এর আগে চ্যাম্পিয়নস লিগে পিএসভির সঙ্গে ড্র, তার আগে লিগে ম্যানইউর সঙ্গে ড্র করেছিল আর্তেতার দল।
ম্যাচের ২০ মিনিটে কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিকেল মেরিনো। ৩৭ মিনিটে গোল শোধের ভালো সুযোগ পেয়েছিল চেলসি। কুকুরেয়ার শট আর্সেনাল গোলকিপার রায়ার হাত ফসকে যায়। সেটি জালেও ঢুকতে পারত। তবে কর্নার হয়। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধান ধরে রেখে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ২৯ ম্যাচ শেষে ৭০ পয়েন্টে শীর্ষে আছে লিভারপুল। সমান ম্যাচে ৫৮ পয়েন্টে দুইয়ে আর্সেনাল।
এদিকে শনিবার রাতে ইতিহাদে ম্যানচেস্টার সিটি ও ব্রাইটনের ম্যাচ ২-২ গোলে ড্র হয়। ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে সিটি আছে পাঁচ নম্বরে। আর্সেনালের কাছে হারলেও ৪৯ পয়েন্টে চারে আছে চেলসি।