সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

দুদকের মামলা

মীর নাসির-মীর হেলালের সাজা স্থগিত 

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১১:৫৯ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে ১৩ বছর ও তার ছেলে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে দেওয়া তিন বছরের সাজা স্থগিত করেছে আপিল বিভাগ।

একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুজনকে আপিলের অনুমতি দিয়েছেন আদালত। সাজার বিরুদ্ধে দুজনের পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) শুনানির জন্য মঞ্জুর করে রবিবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হোসাইন।

২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগের মামলায় একই বছরের ৪ জুলাই এক রায়ে মীর নাসির উদ্দিনকে ১৩ বছর ও মীর হেলালকে তিন বছর কারাদণ্ডদেশ দেয় ঢাকার একটি বিশেষ জজ আদালত। পরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে ২০১০ সালের ১০ আগস্ট মীর নাসিরের এবং একই বছরের ২ আগস্ট মীর হেলালের সাজা বাতিল করে রায় দেয় হাইকোর্ট। ফলে দুজন খালাস পান।

পরে হাইকোর্টের এ রায় বাতিল চেয়ে দুদক আপিল বিভাগে আপিল করলে ২০১৪ সালের ৪ জুলাই আপিল মঞ্জুর করে রায় দিয়ে মামলাটি হাইকোর্টে পুনঃশুনানির নির্দেশ দেয় আপিল বিভাগ। ২০১৯ সালের ১৯ নভেম্বর হাইকোর্ট সাজা বহাল রেখে রায় দেয়। এ রায়ের পর দুজন বিচারিক আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যান। এরপর লিভ টু আপিল করেন।

অ্যাডভোকেট আসিফ হোসাইন দেশ রূপান্তরকে বলেন, ‘দুজনের সাজা স্থগিত করে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আপিল বিভাগ।’ 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত