শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

এই শহর এখন আমাদের: হামজা চৌধুরী

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১২:৪৯ এএম

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরী তার প্রথম স্টিল সিটি ডার্বি জয়ে দারুণ উচ্ছ্বসিত। শনিবার রাতে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচে শেফিল্ড ইউনাইটেড ১-০ গোলে পরাজিত করে ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী শেফিল্ড ওয়েডনেসডেকে।

শেফিল্ড ইউনাইটেডের জয়ের পর হামজা তার ফেসবুক পোস্টে লিখেছেন—

"আলহামদুলিল্লাহ, দারুণ একটা বিকেল কাটল, আর তার চেয়েও গুরুত্বপূর্ণ—আমার প্রথম স্টিল সিটি ডার্বিতে বিশাল ৩ পয়েন্ট! শহর এখন আমাদের... ❤️"

ডার্বি ম্যাচের লড়াই সবসময়ই উত্তপ্ত হয়, আর হিলসবরোতে এই ম্যাচেও তার ব্যতিক্রম ছিল না। পুরো ৯০ মিনিটজুড়ে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধে। এই জয়ে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থান শক্তিশালী করল শেফিল্ড ইউনাইটেড।

হামজা চৌধুরী, যিনি মূলত লিস্টার সিটির খেলোয়াড়, এই মৌসুমে ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত