প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘আমাদের আকাক্সক্ষা ও বাস্তবতার মধ্যে অনেক ফারাক রয়েছে। আমাদের বর্তমান লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন করা। অবকাঠামোগত উন্নয়ন নিয়েও আমরা কাজ করব, তবে প্রধান লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন।’ গতকাল রবিবার সকালে বরিশাল নগরীর সাগরদী এলাকার পিটিআইতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বরিশালের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. বিধান রঞ্জন রায় বলেন, ‘যেসব বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু আছে, তাদের (শিক্ষকদের) নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সে বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সামনের বছর থেকে হয়তো নতুন ভর্তি নেওয়া হবে না, আর যারা রয়েছে তারা ধীরে ধীরে বেরিয়ে যাবে।’