ফেনী মডেল থানার ট্রাফিক বিভাগের এএসআই আমানত উল্লাহর রুম থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় আট লাখ টাকার মালামাল চুরি হয়েছে। সোমবার সকালে মডেল থানার পেছনের অংশে পুলিশ সদস্যদের থাকার ঘর (যানবাহন কার্যালয়ে) থেকে এ চুরি হয়।
আমাতুল্লাহ জানান, সকাল ৭টার দিকে ডিউটি করতে বের হন। পরে দুপুর ১২টার দিকে ফিরে এসে দেখেন তার রুমে থাকা স্টিলের ট্যাংক ভেঙে নগদ তিন লাখ টাকা, দুটি স্বর্ণের চেইন, চারটি রিং, একটি এলইডি টিভি ও একটি মোবাইলসহ মূল্যবান মালামাল দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়। দুর্বৃত্তরা ঘরের পেছনের অংশে ভেড়া কেটে ভেতরে প্রবেশ করে।
তিনি বলেন, সাউথ আফ্রিকায় অবস্থানরত ছোট ভাইয়ের রমজান উপলক্ষে যাকাত বাবদ দেওয়া টাকা, বিয়ের স্মৃতিচিহ্ন স্ত্রীর স্বর্ণের চেইন ও আঙ্গুলের রিং দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন। ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।