ফাস্টফুড রেস্টুরেন্টের খাবারের অর্ডার নেওয়া এবং দেওয়ার কাজ মানুষের বদলে করছে রোবট। ইতিমধ্যেই জাপানে মানুষের চেহারা ধারণকারী রোবটরা রেস্টুরেন্টে অর্ডার নেওয়ার কাজ করে এবং রেস্টুরেন্টে খাবার সরবরাহ করে। এছাড়া স্বয়ংক্রিয়ভাবে অর্ডার করার লিস্টও করছে। যুক্তরাষ্ট্রের ম্যাকডোনাল্ডসগুলোতে অধিকাংশ জায়গাতে রোবটরাই কাজ করছে। ভবিষ্যতে হয়তো রেস্টুরেন্টে রান্নার কাজ করবে কোনো মানুষ, কিন্তু তা টেবিল পর্যন্ত পৌঁছে দেবে মানুষের চেহারা ধারণকারী কোনো রোবট। যার ফলে উন্নত দেশগুলোতে এ পেশায় মানুষের চাহিদা দিন দিন কমছে।