বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

খালিদ স্মরণে

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৫:৪৯ এএম

প্রয়াত সংগীতশিল্পী খালিদ স্মরণে তার গাওয়া ‘ভালোবাসার সাতকাহন’ গানটি নতুন করে গেয়েছেন গীতিকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। গানটি প্রকাশিত হতে যাচ্ছে শফিক তুহিনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

২০০৬ সালে শফিক তুহিনের কথা ও সুরে প্রকাশিত বাপ্পা মজুমদার ও খালিদের মিক্সড অ্যালবাম ‘বলো না বিদায়’-এ স্থান পেয়েছিল গানটি। শফিক তুহিন অডিও, সিনেমায় নানা ধরনের গান করেছেন। দেশের গানের পাশাপাশি বিষয়ভিত্তিক গানও রয়েছে তার। এসব গানের অনেকগুলোই তুমুল জনপ্রিয়।

অন্যদিকে  ‘সরলতার প্রতিমা’, ‘কোনো কারণে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে’, ‘তুমি নেই তাই’এ রকম অসংখ্য গানের শিল্পী খালিদ। এক সময় তার গান পাড়া মহল্লার শ্রোতাদের মুখে মুখে থাকত, বাজত বিপণিবিতানসহ বিভিন্ন দোকানে। দীর্ঘ ক্যারিয়ারে খুব বেশি গান করেননি ‘চাইম’ খ্যাত খালিদ। তবে অন্য শিল্পীদের তুলনায় কম গান করলেও খালিদের গাওয়া প্রতিটি গানই পেয়েছে জনপ্রিয়তা। গতকাল ছিল তার প্রথম মৃত্যুবার্ষিকী।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত