শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

পুলিশ ক্যাম্প পুনর্বহালের দাবি

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৬:০৬ এএম

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বাজারের নিরাপত্তায় পুলিশ ক্যাম্প পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা কালিশুরী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ওই মানববন্ধন হয়। বাজারের ৫ শতাধিক ব্যবসায়ী মানববন্ধনে অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন বাজার ব্যবসায়িক সমিতির সভাপতি ফয়সাল মোল্লা, কালিশুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দলিল উদ্দিন ওরফে ধলু মোল্লা, সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, ব্যবসায়ী দুলাল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এখানে ৫ আগস্টের আগে একটি পুলিশ ফাঁড়ি ছিল। কিন্তু ৫ আগস্টের পর ফাঁড়িটি প্রত্যাহার করে পুলিশ। এতে চোর বা ডাকাতদের আশ্রয়স্থল হয়ে ওঠে কালিশুরী বাজারটি। সম্প্রতি ওই বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী এনায়েত হোসেনের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। কালিশুরী বাজার উপজেলার দ্বিতীয়য় বৃহত্তম বাজার। তাই ওই বাজারে পুলিশ ফাঁড়িটি পুনঃস্থাপন করার দাবি জানান বক্তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত