প্রতিপক্ষের রক্ষণে একজন ব্যাকপাস দিতেই ছুটে গিয়ে চ্যালেঞ্জ জানালেন লিওনেল মেসি। ডি বক্সের বাইরে সালিসের কাছ থেকে বল কেড়ে নিয়ে ঢুকে গেলেন ভেতরে। পেনাল্টি স্পটের কাছে সøাইড করে চ্যালেঞ্জ জানাল আটলান্টা ইউনাইটেডের ডিফেন্ডার ডেরিক উইলিয়ামস। তাকে এড়িয়ে সামনে এগিয়ে আসা গোলকিপারের মাথার ওপর দিয়ে দারুণ চিপে জালে বল পাঠালেন লিওনেল মেসি। দারুণ গোলের পরও আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেছেন মেসি। পেশিতে অস্বস্তির কারণে বিশ^কাপ বাছাইয়ে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন আর্জেন্টিনার নিয়মিত অধিনায়ক। এমএলএসে মায়ামি ২-১ গোলে হারায় আটলান্টাকে। এই ম্যাচের পর আসে মেসির জাতীয় দল থেকে ছিটকে যাওয়ার খবর।
গত মৌসুমে এমএলএস কাপের প্লে-অফের প্রথম রাউন্ডে আটলান্টার কাছে হেরে ভেঙেছিল মায়ামির শিরোপা স্বপ্ন। সেই দুই লড়াইয়ের মতো এবারও চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন গোলকিপার ব্র্যাড গুজান। তবে ছয় সেভের পরও হার এড়াতে পারেননি। এদিন মেসির ফ্রি-কিক ঠেকিয়েছেন গোলকিপার গুজান। মেসির একটি শট ডিফেন্ডারের পায়ে লেগে বেরিয়ে গেছে পোস্ট ঘেঁষে। না হলে হয়তো ব্যবধান আরও বাড়তে পারত। মেজর লিগ সকারে চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে শীর্ষে মায়ামি। আন্তর্জাতিক বিরতির আগে এটিই ছিল মায়ামির শেষ ম্যাচ।