শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

‘প্রক্সি ভোটকে’ মন্দের ভালো ভাবছে ইসি

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৬:৩০ এএম

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে প্রক্সি ভোটিং পদ্ধতিকে মন্দের ভালো হিসেবে দেখছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘পোস্টাল ব্যালট পদ্ধতি অকার্যকর। আমাদের এখন মন্দের ভালো খুঁজে বের করতে হবে। যদি সত্যিই আমাদের প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে একটি অপশন বা সব অপশনের একটি কম্বিনেশন বেছে নিতে হবে।’

গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসিভুক্ত দেশগুলোর বাংলাদেশ মিশনপ্রধানদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওআইসিভুক্ত দেশগুলোর মিশনপ্রধানদের ১০ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। সে সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, তিন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। বৈঠকে আলজেরিয়া, ব্রুনাই, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, কুয়েত, মালয়েশিয়া, মরক্কো, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘তিন ধরনের মেথডের কোনোটিকেই আমরা প্রায়োরিটিতে আনিনি। তিনটি মেথডকে (অনলাইন, পোস্টাল ব্যালট ও প্রক্সি ভোটিং) শর্ট লিস্ট করেছি। পোস্টাল ব্যালটটা বর্তমানে অকার্যকর। অনলাইন পদ্ধতি নিয়ে আজও তাদের (ওআইসি) সঙ্গে আলোচনা হয়েছে। মিসরের রাষ্ট্রদূত জানালেন, তাদের অভিজ্ঞতা ভালো নয়; তারা চালু করেও অনলাইন ভোট বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের প্রতিনিধি বলেছেন, তাদের প্রাথমিক অভিজ্ঞতা ভালো, পূর্ণাঙ্গভাবে অনলাইনে ভোট চালুর অবস্থানে নেই তারা।’

প্রক্সি ভোটিংয়ের বিষয়ে কয়েকটি দেশের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের দেশে শারীরিক প্রতিবন্ধীরা আরেকজনের সহায়তা নিয়ে ভোট দিয়ে থাকেন। জমিজমাও পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে করা হয়ে থাকে। আমাদের মন্দের ভালো খুঁজে বের করতে হবে। আমরা যদি আমাদের প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো একটি অপশন বা সব অপশনের কম্বিনেশন বেছে নিতে হবে। প্রক্সি ভোটিং ছাড়া আর কোনো বিকল্প আছে বলে মনে হয় না।’ তিনি বলেন, ‘বাকি যে দুটো বিকল্প রয়েছে, এগুলো নিয়ে পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেলে ডিপ্লয় হয়তো করা যাবে না। এপ্রিলের শুরুতে বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করার পর চূড়ান্ত পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত জানাবে ইসি।’ 

বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘উন্নয়ন সহযোগী দেশ বা প্রতিষ্ঠানের সঙ্গে ধারাবাহিক বৈঠক করা হচ্ছে, মতবিনিময় হচ্ছে। এর ধারাবাহিকতায় ওআইসিভুক্ত দেশের মিশনপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়। তারা আজ এসেছিলেন, আমাদের সঙ্গে আলোচনা করেছেন। আমাদের বর্তমান কার্যক্রম, গণতান্ত্রিক উত্তরণ ও আগামী জাতীয় নির্বাচন কেন্দ্র করে যেসব কাজ হাতে নিয়েছি, সেসব বিষয়ে তাদের অবহিত করেছি। প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছি।’ 

বৈঠক শেষে ওআইসি প্রতিনিধিদের পক্ষে বাংলাদেশের মালয়েশিয়ান হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান বলেন, ‘মালয়েশিয়ায় বাংলাদেশের অনেক প্রবাসী আছেন। এ সরকারের অধীনে নির্বাচনী সংস্কারের উদ্যোগকে সমর্থন করছে মালয়েশিয়া। আমরা আমাদের অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহী; বিশেষ করে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত