রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

অসহায় আত্মীয়দের খোঁজ নিন

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০২:০৯ এএম

আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মারাত্মক গুনাহের কাজ। শুধু তাই নয়, জাহান্নামে যাওয়ারও অন্যতম কারণ। আমাদের সমাজের প্রায় মানুষই আত্মীয়দের হক সম্পর্কে অসচেতন। অনেকেই অভিযোগ করে বলেন, ‘তারা কখনো আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় না। আমি কেন তাদের সঙ্গে যোগাযোগ করব?’ এমন কথায় বোঝা যায়, আপনি তাহলে নিজের স্বার্থের জন্য কারও সঙ্গে সম্পর্ক রাখবেন, আবার মনে চাইলেই সম্পর্ক ছিন্ন করবেন। এ ধরনের অভিযোগ আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। মহান আল্লাহ বলেন, ‘তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছে (হক) চেয়ে থাক। আর ভয় করো রক্ত সম্পর্কিত আত্মীয়ের ব্যাপারে। নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর পর্যবেক্ষক।’ (সুরা নিসা ১) হাদিসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি রাসুল (সা.)-এর নিকট এসে বলল, আল্লাহর রাসল! আমার এমন কিছু আত্মীয় আছে, আমি তাদের সঙ্গে সম্পর্ক অটুট রাখার চেষ্টা করি অথচ তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে। আমি তাদের সঙ্গে সদাচরণ করি। অথচ তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। তিনি বললেন, তুমি যা বললে যদি এমনই হয়ে থাকে, তবে তুমি যেন তাদের মুখে গরম ছাই ঢেলে দিচ্ছ। তুমি যতক্ষণ তোমার উল্লিখিত কাজ করতে থাকবে তোমার সঙ্গে আল্লাহর সাহায্য অব্যাহত থাকবে। (সহিহ মুসলিম)

আমাদের কাছে সবচেয়ে বেশি অবহেলিত দরিদ্র আত্মীয়রা। সমাজে এমন চিত্র অহরহ চোখে পড়ে, কেউ একজন প্রতিষ্ঠিত, তার আত্মীয় খেটে খাওয়া দিনমজুর। সমাজে প্রতিষ্ঠিত লোকটি দিনমজুর আত্মীয়কে উপেক্ষা করে চলে। তার সঙ্গে সাক্ষাৎ হলে বিরক্তি প্রকাশ করে। হাদিসে বর্ণিত হয়েছে, ‘আত্মীয়তার সম্পর্ক আরশের সঙ্গে ঝুলানো আছে। সে বলে, যে আমাকে অটুট রাখবে, আল্লাহ তার প্রতি অনুগ্রহ করবেন। যে আমাকে ছিন্ন করবে, আল্লাহ তাকে ছিন্ন করবেন।’

রমজান মাস চলছে। আসুন সহমর্মীর এ মাসে দরিদ্র আত্মীয়দের খোঁজ নিই। তাদের প্রয়োজন পূরণ করে দিই। ঈদে তাদের জন্য আনন্দের ব্যবস্থা করি। মহান আল্লাহ খুশি হবেন। আমাদের জীবন ও রিজিকে ব্যাপক প্রশস্ততা দান করবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত