যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। নতুন করে শুরু হওয়া তীব্র ইসরায়েলি হামলায় একদিনেই চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। যা নিয়ে বিশ্ব সম্প্রদায় তীব্র নিন্দা জানিয়েছে। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজায় নতুন যুদ্ধের কেবল শুরু। ফলে আবারও অনিশ্চয়তার মুখোমুখি গাজাবাসী। উপত্যকাটিতে নতুন করে হামলা শুরুর পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি-ধর্মভিত্তিক মন্ত্রিসভায় পুনর্নিয়োগ দেওয়া হয়েছে দেশটির কট্টরপন্থি নেতা ইতামার বেন গাভিরকে।
গতকাল বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলা হয়েছে, ইতামার বেন গাভিরকে মন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ দিয়েছে ইসরায়েল সরকার। বিবৃতিতে আরও বলা হয়, বেন গাভিরকে জাতীয় নিরাপত্তা মন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগের জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করেছে সরকার। গত জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতির বিরোধিতা করে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন ইতামার বেন গাভির। ওই সময়ে অতি ডানপন্থি এই নেতার সঙ্গে তার রাজনৈতিক দল ওজামা ইয়েহুদিতের আরও দুই মন্ত্রীও পদত্যাগ করেছিলেন। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনে আগ্রাসী পরিকল্পনাকারীদের একজন হচ্ছেন বেন গাভির। প্রথম থেকেই যুদ্ধবিরতি নিয়ে আপত্তি ছিল তার। তবে, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে আলোচনায় মধ্যস্থতাকারী মিসর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম খাল্লাফ বলেছেন, বিমান হামলা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে। মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ ১৫ মাসের সংঘাত শেষে উপত্যকাটিতে গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে গুতেরেস বলেছেন, এ ঘটনায় আমি অত্যন্ত ক্ষুব্ধ ও হতাশ। তিনি আরও বলেন, আমি যুদ্ধবিরতি মেনে চলার, নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পুনঃপ্রতিষ্ঠা করার এবং আটক থাকা অবশিষ্ট বন্দিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য জোরালোভাবে আহ্বান জানাচ্ছি। জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও মানবিক সংস্থাগুলোও গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। এদিকে, গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হামলার প্রতিবাদে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা। গাজায় শান্তি ফিরিয়ে আনতে ট্রাম্প প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।