রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

না খেয়ে থাকাই রোজা নয়

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৫:৩৩ এএম

মহান আল্লাহ প্রদত্ত মহিমান্বিত মাস রমজান। এ মাসের মূল উদ্দেশ্য তাকওয়া তথা আল্লাহভীতি অর্জন করা হলেও আমরা তা থেকে বহু দূরে থাকি। মহান আল্লাহ যে উদ্দেশে আমাদের রমজান দিয়েছেন সে উদ্দেশ্য আমরা বুঝি না। আমরা শুধু না খেয়ে থাকাকেই রমজান বলে বুঝি। আমাদের ধ্যানধারণা এ রকম যে, রাতে সাহরি খাব আর সন্ধ্যায় ইফতার করব, তাহলেই আমাদের রোজা হয়ে যাবে! অথচ এর পাশাপাশি রোজা কবুল হওয়ার জন্য ইসলামের যতগুলো দিকনির্দেশনা রয়েছে তা আমরা জানি না। রোজা মানে সমস্ত পাপাচার ও মন্দ কাজ থেকে বিরত থাকা।

আমরা রোজা রাখছি ঠিকই, কিন্তু আমাদের অপরাধ মোটেও কমছে না। মিথ্যা বলা, গালাগালসহ নানা অপরাধে আমরা জড়িত। অথচ হরজত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি মিথ্যা বলা ও মন্দ কাজ বর্জন করল না, তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই।’ (সহিহ বুখারি) অর্থাৎ তার রোজা রাখার কোনো মূল্য নেই।

পানাহার পরিত্যাগ মানেই রোজা নয়, বরং রোজা মানে সমস্ত অন্যায় ও পাপাচার থেকে নিজেকে বিরত রাখা। যদি আমরা সারাদিন রোজা রেখে অন্যায় কাজ থেকে ফিরে আসতে না পারি তাহলে আমাদের এ রোজা আমাদের কোনো কাজে আসবে না। তাই রমজানের মূল উদ্দেশ্যে পৌঁছতে হলে অবশ্যই আমাদের একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই রোজা রাখতে হবে এবং সমস্ত অন্যায় ও পাপাচার থেকে মুক্ত থাকতে হবে। মহান আল্লাহ আমাদেরকে একনিষ্ঠভাবে রমজানের রোজা পালন করার তওফিক দান করুন। যেন এই রোজা দ্বারা আমরা পরকালের পাথেয় অর্জন করতে পারি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত