ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘জংলি’। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক এম রাহিম। সিনেমাটির মুক্তি সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রচার-প্রচারণা। তারই অংশ হিসেবে ভিন্নরকম এক প্রচারণায় অংশ নিলেন বুবলী।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় লুঙ্গি পরে হাজির হন অভিনেত্রী। আপলোড করেন লুঙ্গি পরিহিত বেশ কিছু ছবি। এসব ছবিতে বসে, দাঁড়িয়ে, বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন অভিনেত্রী। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘হেই গাইজ, লুঙ্গি পরে জংলি সিনেমা দেখতে গেলে কেমন হয়?’
বুবলীর এই পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। এমন ব্যতিক্রম প্রচারণা দারুণ উপভোগ করছেন তারা। কেউ বলছেন, সিনেমায় সাহসী কোনো চরিত্রে দেখা যাবে নায়িকাকে। আর এটা হয়তো সিনেমার কোনো একটি দৃশ্য।
এর আগে, ‘টান’ ওয়েব সিনেমায় একসঙ্গে দেখা গেছে সিয়াম-বুবলীকে। দর্শকরা টান পছন্দ করেছিলেন। এরই ধারাবাহিকতায় ‘জংলি’ দিয়ে বড়পর্দায় জুটি হতে যাচ্ছেন তারা।
এ বিষয়ে বুবলী বলেন, ‘আমি ভীষণ এক্সাইটেড। রাহিম ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ। সিয়ামের সঙ্গেও। আমি নিশ্চিত দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে। পোস্টার ও টিজারে রহস্যের আভাস পেয়েছে সবাই, সেটাই থাকুক। আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, জংলির গল্প-প্রেজেন্টেশন একেবারেই অন্যরকম। দর্শক মুগ্ধ হবে।’
আজাদ খানের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। সংগীতায়োজন ছাড়াও সিনেমার জন্য গান লেখা ও সুরের কাজ করেছেন প্রিন্স মাহমুদ। সিয়াম-বুবলী ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। বুবলীর এমন আহ্বানের পর এবার দেখা যাক, লুঙ্গি পরে কতজন দর্শক সিনেমা হলে যান।