এই বছরের প্রথম ফিফা উইন্ডো শুরু হয়েছে গতকাল। এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া ও কনমেবল অঞ্চলের দলগুলো খেলবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচও হবে এবারের ফিফা উইন্ডোতে। তার আগে আজ ইউরোপের ২৪ দেশ খেলতে নামবে নেশনস লিগে। এর মধ্যে আট দেশ নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। বাকিরা খেলবে রেলিগেশন প্লে-অফের প্রথম লেগ।
নেশনস লিগে ‘এ’ লিগের চার গ্রুপ থেকে দুটি করে দল উঠেছে কোয়ার্টারে। কোয়ার্টারের প্রথম লেগে আজ মুখোমুখি হবে ক্রোয়েশিয়া-ফ্রান্স, ডেনমার্ক-পর্তুগাল, ইতালি-জার্মানি ও নেদারল্যান্ডস-স্পেন। পর্তুগাল এক নম্বর গ্রুপে ছিল শীর্ষ দল। তাদের প্রতিপক্ষ ডেনমার্ক চার নম্বর গ্রুপের দ্বিতীয় দল হিসেবে উঠেছে কোয়ার্টারে। শক্তি ও র্যাংকিং বিচারে পর্তুগাল ফেভারিট হিসেবেই মাঠে নামবে। পর্তুগালের সঙ্গে ১৬ দেখায় মাত্র তিনটিতে জিতেছে ডেনমার্ক। হার ১১টি, ড্র দুটি। ইতালি বনাম জার্মানি যে কোনো ম্যাচই বড় ম্যাচ। সমর্থকদের জন্য দারুণ উপভোগ্য এক লড়াই। ফিফা র্যাংকিংয়ে বর্তমানে ৯ নম্বরে আছে ইতালি, পরের স্থানেই জার্মানি। স্পেন-নেদারল্যান্ডস ম্যাচেও জমজমাট লড়াইয়ের প্রত্যাশা ফুটবল ভক্তদের। স্পেন চার নম্বর গ্রুপে হয়েছে গ্রুপসেরা। নেদারল্যান্ডস দ্বিতীয় হয় তিন নম্বর গ্রুপে। এই দুটি দেশ সবশেষ মুখোমুখি হয়েছিল ২০২০ সালে এক প্রীতি ম্যাচে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। আরেক কোয়ার্টারে ফ্রান্স মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। ২০২২ সালে দুই দেখাতে ফ্রান্স জিততে পারেনি ক্রোয়াটদের সঙ্গে।