বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বাঁশখালীতে খামারে আগুন

এক হাজার মুরগি পুড়ে ছাই

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৭:০১ এএম

চট্টগ্রামের বাঁশখালীর চাম্বলে আগুনে একটি খামারের এক হাজার মুরগি ও  ৬০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে।

এ ঘটনায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ফার্মের মালিক মোজাফ্ফর আহমদ। গত মঙ্গলবার রাতে বাঁশখালীর চাম্বল ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় আগুনের এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. মনজুর বলেন, ‘গভীর রাতে মুরগির খামারে আগুন ধরে। মুহূর্তের মধ্যে সব পুড়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’

বাঁশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই খামারটি পুড়ে গেছে। খামারে যাওয়ার সড়কটি বেশি সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে ঢুকতে পারেনি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত