খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ের অস্থায়ী মার্কেটে (পিকচার প্যালেস সুপার মার্কেট) অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ভোর সাড়ে ৫টায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যেই আগুনে ওই মার্কেটের সব দোকান পুড়ে গেছে।
স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস সিনেমা হলের স্থানে ছোট ছোট ৫০টি অস্থায়ী দোকান গড়ে ওঠে। এর মধ্যে রয়েছে কাপড়, কসমেটিক ও ক্রোকারিজের দোকান।
খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মতিয়ার রহমান বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকা-ে ৫০টি দোকান পুড়েছে।