গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিল সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নোবেল বিজয়ী ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস (বর্তমানে প্রধান উপদেষ্টা) সহ সাতজনের আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায়ের জন্য আগামী ২৩ এপ্রিল ধার্য করেছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ গতকাল বুধবার এদিন ধার্য করেন।
মামলার বিবরণে জানা যায়, গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ২০২৩ এর ৩০ মে ড. ইউনূসসহ প্রতিষ্ঠানটির ১২ জনের নামে মামলা করে দুদক। এ মামলার অভিযোগপত্র অনুমোদন দেওয়ার পর গত বছরের ২৯ জানুয়ারি ড. মুহাম্মদ ইউনূসসহ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। গত বছর ১২ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৪ আসামিদের দ-বিধি ও মানি লন্ডারিং আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। এরপর মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ড. ইউনূসসহ সাতজন। গত বছরের ২৪ জুলাই আবেদনটি খারিজ করে রায় দেয় হাইকোর্ট।