শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ঈদে ঢাকার নিরাপত্তায় ডিএমপির নির্দেশনা

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৭:১০ এএম

পবিত্র ঈদুল ফিতর উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং ঈদে বাসা-বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণি-বিতানের সার্বিক নিরাপত্তায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। গতকাল ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগরবাসীকে ১৪টি নির্দেশনা দিয়েছে। পুলিশকে সহায়তা করার জন্য ইতিমধ্যে ‘অক্সিলারি পুলিশ’ নিয়োগ করা হয়েছে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে যে, আইনশৃঙ্খলা রক্ষায় তারা কার্যকর ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ঈদে বাসা-বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণি-বিতানের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনাসমূহ মেনে চলার জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়েছে। এ ছাড়া জরুরি প্রয়োজনে পুলিশি সহায়তার জন্য যোগাযোগের জন্য ডিএমপি কন্ট্রোল রুমের নম্বর : ০১৩২০-০৩৭৮৪৫; ০১৩২০-০৩৭৮৪৬; ২২৩৩৮১১৮৮; ০২৪৭১১৯৯৮৮; ০২৯৬১৯৯৯৯ এই নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেও সহযোগিতা পাওয়া যাবে।

ডিএমপির নির্দেশনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-বাসা-বাড়ি, অ্যাপার্টমেন্ট, ব্যাংক-বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণি-বিতানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নিরাপত্তারক্ষীদের ডিউটি জোরদার করতে হবে এবং যেকোনো অবৈধ অনুপ্রবেশ রোধে দিন-রাত ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা রাখতে হবে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত