রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

চন্দ্রিমা উদ্যানের নাম ফের জিয়া উদ্যান

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৭:১১ এএম

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল ‘জিয়া উদ্যান’ আগের নামে ফিরেছে। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

গতকাল বুধবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব নায়লা আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শেরেবাংলা নগর, ঢাকায় অবস্থিত ‘চন্দ্রিমা উদ্যান’ এর পরিবর্তিত নামকরণ ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করা হয়।

প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এটির নাম চন্দ্রিমা উদ্যান করেছিলেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাহিত করার পর বিএনপির আমলে এটি জিয়া উদ্যান নামকরণ করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত