ফ্যাশন সচেতন ক্রেতাদের জন্য নানা অফারে এবারের ঈদের কালেকশন নিয়ে নিজেদের ফ্যাশন ট্রেন্ডের জানান দিয়েছে দেশের অন্যতম সেরা ক্লদিং ব্র্যান্ড টুয়েলভ। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় নতুন করে আউটলেটটি উদ্বোধনের মাধ্যমে পুরোদমে যাত্রা শুরু করে। এসময় স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই আউলেটের নতুন করে উদ্বোধন করা হয়। এসময় টুয়েলভের মজিদ সরণি সংলগ্ন এই আউটলেটে ছিলো ক্রেতাদের উপচে পড়া ভীড়। এবারের ঈদকে কেন্দ্র করে দারুণ সব কালেকশন নিয়ে এবার নিজেদের সম্ভার সাজিয়েছে টুয়েলভ। এথনিক এবং ওয়েস্টার্ন এই দুই বিভাগে ফ্যাশনেবল, ট্রেন্ডি এবং যুগের সঙ্গে আধুনিক ও মানানসই পোষাক নিয়ে বাজারে এসেছে তারা। সঙ্গে রয়েছে বাচ্চাদের পোষাকও। ক্রেতার ক্রয় ক্ষমতা এবং সাচ্ছন্দের বিষয়টিও মাথায় রেখেছে টুয়েলভ ক্লদিং। খুলনা মহানগরী এবং এর আশেপাশের এলাকাগুলোতে থাকা ফ্যাশনেবল ক্রেতাদের পছন্দ ও সুবিধার কথা মাথায় রেখেই এই আউটলেটটি খুলেছে টুয়েলভ কতৃপক্ষ।
এসময় টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নাকিব, টুয়েলভের পরিচালক ও সিওও মো. মতিউর রহমানসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় আউটলেটের শুভ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। নতুন করে উদ্বোধনের প্রথম দিন থেকেই ক্রেতাদের জন্য দারুণ অফার রেখেছে টুয়েলভ কতৃপক্ষ। মাত্র ১০,০০০ টাকার কেনাকাটায় ক্রেতারা পাচ্ছেন ১,০০০ টাকার গিফট ভাউচার। অর্থাৎ গিফট ভাউচারের ১,০০০ টাকা দিয়ে ক্রেতারা অতিরিক্ত কেনাকাটা করে নিতে পারবেন খুব সহজেই।