বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে জিএমসহ ৫ জনকে মারধর, আটক ৪ 

আপডেট : ২০ মার্চ ২০২৫, ১০:৪৫ পিএম

বেতন বৈষম্যের প্রতিবাদ এবং ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে গাজীপুর মহানগরীর শহীদ রওশন সড়ক এলাকার শফি প্রসেসিংগার্মেন্টস কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করেছে। এ সময় তারা কারখানার জিএমসহ পাঁচজনকে বেধড়ক মারধর করে। তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার ভেতর থেকে প্রধান ফটক তালাবদ্ধ করে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরুদ্ধদের উদ্ধার করে। এ ঘটনায় এক নারীসহ চার শ্রমিককে আটক করা হয়েছে।

আহত চার কর্মকর্তা হলেন- কারখানার জিএম (উৎপাদন) মিজানুর করিম, ইসলাম, জিএম (অর্থ) চন্দন কুমার সূত্রধর, ম্যানেজার (প্রশাসন) মাজহারুল, এজিএম রফিকুল ইসলাম ও সিকিউরিটি ইনচার্জ আনিসুর রহমান। আটককৃত শ্রমিকরা হলো- সাবিনা (২০), মো. রিপন (২২), আকলাবুর রহমান (৩০) ও মাসুদ রানা (২৬)।

পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শফি প্রসেসিং গার্মেন্টস কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক-কর্মচারী রয়েছেন। শ্রমিকরা বেশ কিছুদিন ধরে তাদের ঈদ বোনাস, মাতৃত্বকালীন ও ঈদের ছুটি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছিলেন। এছাড়াও বেতন বৈষম্য করে শ্রমিকদের প্রাপ্য মজুরি কর্তন করে আসছে কারখানা কর্তৃপক্ষ। এসব বিষয় নিয়ে কারখানা কর্মকর্তাদের সাথে আলোচনা করতে গেলে শ্রমিকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওই পাঁচ কর্মকর্তার ওপর আক্রমণ ও মারধর করে। এতে তারা আহত হন। 
পরে শ্রমিকরা কারখানার বিভিন্ন মালামাল ভাংচুর ও কারখানার সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। বিকেল পর্যন্ত তারা কাউকে কারখানা থেকে বের হতে বা বাইরে থেকে ভেতরে ঢুকতে দেয়নি। খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জিএমপি’র বাসন থানার ওসি কায়সার আহমদ জানান, শ্রমিকরা বিভিন্ন দাবিতে ওই কারখানার জিএমসহ পাঁচ কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে। আহত পাঁচ কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক নারীসহ চার শ্রমিককে আটক করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত