বলি অভিনেত্রী অদিতি রাও হায়দারি কিছুদিন আগেই বিয়ে করেছেন। দক্ষিণি তারকা সিদ্ধার্থকে বিয়ের পর নতুন কোনো সিনেমায় যুক্ত হননি তিনি। শোনা যাচ্ছে বিয়ের আমেজ কাটিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরছেন অদিতি। তার প্রত্যাবর্তন হচ্ছে তেলেগু সিনেমায়।
জানা গেছে, প্রথমবারের মতো অদিতি জুটি হয়ে কাজ করতে যাচ্ছেন মেগাস্টার চিরঞ্জীবীর বিপরীতে। সিনেমাটির পরিচালক আনিল রাভিপুডি। চিরঞ্জীবী এ মুহূর্তে একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত। পরপর ফ্লপের পর ‘ওয়াল্টেয়ার ভীরয়া’ সিনেমা দিয়ে প্রত্যাবর্তন করেন তিনি। সিনেমাটি ব্যাপক সাফল্য পায়। এরপর থেকে স্ক্রিপ্ট নির্বাচনে আরও বেশি সচেতন হয়েছেন। বর্তমানে তিনি ‘বিশ্বম্ভরা’ সিনেমার কাজ করছেন।
‘বিশ্বম্ভরা’ সিনেমার কাজ শেষ করার পর চিরঞ্জীবী পরিচালক শ্রীকান্ত ওদেলার নতুন সিনেমায় কাজ শুরু করবেন। পাশাপাশি করবেন আনিল রাভিপুডির সিনেমা।
আনিল রাভিপুডি ‘সংক্রান্তি কি বাস্তুনাম’ সিনেমার মাধ্যমে ব্যাপক সফলতা পান। অন্যদিকে অদিতিকে সর্বশেষ ‘হীরামান্দি: দ্য ডায়মন্ড বাজার’-এ দেখা গেছে। এই পিরিয়ড ড্রামায় তার চরিত্র নজর কেড়েছে দর্শকের। সঞ্জয় লীলা বানসালী পরিচালিত সিরিজটি কুড়িয়েছে সমালোচকদের প্রশংসাও।
অদিতি তেলেগু সিনেমায় আগেও কাজ করেছেন। ‘সামোহনাম’ এবং ‘মহা সমুদ্রাম’র মতো দুটি হিট সিনেমা উপহার দিয়েছিলেন ভক্তদের। এবার দেখা যাক, চিরঞ্জীবীর সঙ্গে নিজেকে কতটা তুলে ধরতে পারেন।