শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

সালমানে মুগ্ধ মুরুগাদোস

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১২:১৮ এএম

বলিউড মেগাস্টার সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’ রিলিজ হচ্ছে কিছু দিনের মধ্যে। সিনেমাটি পরিচালনা করেছেন এআর মুরুগাদোস।

পরিচালক জানিয়েছে, সিনেমার শুটিংয়ে মেগাস্টারের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল আসল চ্যালেঞ্জ। নিরাপত্তা কো-অর্ডিনেশনেই শুটিংয়ের অনেক সময় নষ্ট হতো। তারপরও সালমানের ডেডিকেশন ও ওয়ার্ক এথিক্সে মুগ্ধ পরিচালক। বলছেন, সালমান একেবারে ভিন্ন মেজাজে থাকতেন।

সিকান্দারের শুটিং ম্যাসিভ স্কেলে হয়েছে। সেটে প্রায় হাজার দশেক লোক রয়েছেন এমনও হয়েছে। তাই নিরাপত্তা কো-অর্ডিনেশনের পার্টটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, যে সময়ে সিকান্দারের শুটিং করছিলেন সালমান, তখন একের পর এক হুমকির মুখে পড়তে হয়েছিল তাকে।

লরেন্স বিষ্ণুইয়ের গ্যাং প্রাণনাশের হুমকি দিয়েছিল। তারপরই বেড়ে যায় মেগাস্টারের নিরাপত্তা। যার সরাসরি প্রভাব পড়েছিল ফিল্মের সেটেও। তবে ব্যক্তিগত জীবনে যাই চলুক, সালমান যে পেশাগতভাবে নিজের ছন্দেই কাজ চালিয়ে গিয়েছিলেন, সেটা জানিয়েছেন মুরুগাদোস।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত