শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

গৌরবের দিন ম্লান

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১২:২০ এএম

হলিউডের ওয়াক অব ফেমে স্থান পাওয়া তারকাদের জন্য গৌরবের বিষয়। সেই গৌরবের অংশ হলেন ‘ওয়ান্ডারওম্যান’ খ্যাত অভিনেত্রী গ্যাল গ্যাদত। তবে এই অর্জনকে কেন্দ্র করেই ঘটল বিশৃঙ্খলা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাদতের হলিউড ওয়াক অব ফেমে নাম অন্তর্ভুক্তির অনুষ্ঠান ঘিরে সংঘর্ষে জড়িয়েছে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি বিক্ষোভকারীরা। প্ল্যাকার্ড হাতে দুপক্ষ সেøাগান দিতে শুরু করলে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে হলিউড বুলেভার্ডে।

গ্যাল গ্যাদত কেবল ইসরায়েলি অভিনেত্রী নন, দেশটির সামরিক বাহিনীতেও বছর দুয়েক ছিলেন। নিজের দেশের পক্ষে তিনি সব সময় সরব। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যে আগ্রাসন চলছে, সেটার বিপক্ষে অনেক তারকা কথা বললেও গ্যাল গ্যাদতের অবস্থান ইসরায়েলের পক্ষে। আর এ কারণেই তার ওয়াক অব ফেমের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ইসরায়েলপন্থিরা।

অন্যদিকে ফিলিস্তিনে হামলার প্রতিবাদ জানিয়ে ও যুদ্ধবিরতির দাবিতে সেখানে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা। দুপক্ষ মুখোমুখি হলে একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ শুরু হতেই লস অ্যাঞ্জেলেস পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। যদিও কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু লোককে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি গ্যাল গ্যাদত। তবে তার অনুষ্ঠানে ছিলেন স্বামী জারন ভার্সানো ও চার মেয়ে, সঙ্গে পরিচালক প্যাটি জেনকিন্স ও অভিনেতা ভিন ডিজেল।

১৯৬০ সাল থেকে শুরু হওয়া ওয়াক অব ফেমে এ পর্যন্ত জায়গা পেয়েছেন ২ হাজার ৮০০ তারকা। তবে গ্যাল গ্যাদতের এই অর্জন যেভাবে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠল তা হলিউডের ইতিহাসে বিরল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত