সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ইস্তাম্বুলের মেয়র গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়ায় পোস্ট, তুরস্কে আটক ৩৭

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১২:২০ এএম

ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামোগলুকে গ্রেপ্তারের পর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ৩৭ জনকে আটক করার কথা জানিয়েছে তুরস্কের সরকার। দেশ জুড়ে হওয়া বিক্ষোভের রাশ টেনে ধরতে সরকার সোশ্যাল মিডিয়ার পোস্ট ধরে এ আটক অভিযান চালিয়েছে বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইমামোগলুকে দুর্নীতি ও সন্ত্রাসী সংগঠনকে সহায়তা দেওয়াসহ একাধিক অভিযোগে গত বুধবার গ্রেপ্তার করা হয়।

ইমামোগলুকে গ্রেপ্তারের পরপরই

কর্র্তৃপক্ষ সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিলেও ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারার একাধিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও সড়কগুলোতে হাজারো মানুষের বিক্ষোভ দেখা গেছে।

বৃহস্পতিবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া এক্সে এক পোস্টে জানান, ইমামোগলু ও আরও ১০৫ জনকে গ্রেপ্তারের ঘটনায় অপরাধ ও বিদ্বেষ উসকে দেওয়ায় ২৬১টি অ্যাকাউন্ট চিহ্নিত করেছে কর্র্তৃপক্ষ। এ অ্যাকাউন্টগুলোর মধ্যে ৬২টি বিদেশ থেকে চালানো হয়। বাকি সন্দেহভাজনদের ধরতেও অভিযান চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত