ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আবাহনী লিমিটেড এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স। আজ সপ্তম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হচ্ছে তারা। সকাল ৯টায় ম্যাচটি মাঠে গড়াবে বিকেএসপিতে। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে মোহামেডান ও ধানম-ি স্পোর্টস ক্লাব। সুপার লিগের লড়াইয়ে থাকতে এই ম্যাচে জিততে পারাটা খুবই গুরুত্বপূর্ণ ধানম-ির জন্য।
লিগের প্রথম ম্যাচেই অগ্রণী ব্যাংকের কাছে হেরে শুরু করেছিল আবাহনী। তবে এরপর টানা পাঁচ ম্যাচে জয় গতবারের চ্যাম্পিয়নদের। যদিও এর ভেতর তিনটি দলই পয়েন্ট টেবিলের নিচের দিকের; গুলশান, পারটেক্স, ব্রাদার্স আর রূপগঞ্জ টাইগার্স। বড় প্রতিপক্ষ বলতে লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়েছে তারা সবশেষ ম্যাচে। যে ম্যাচে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে গাজী গ্রুপ ক্রিকেটার্সও লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে হার দিয়ে শুরুর পর পাঁচ ম্যাচ ধরে অপরাজিত। তারা হারিয়েছে অগ্রণী ব্যাংক, ধানম-ি স্পোর্টস, মোহামেডান ও প্রাইম ব্যাংকের মতো বড় দলগুলোকে। আগের ম্যাচেই মোহামেডানের বিপক্ষে গাজী করেছে ৩৩৬ রান, এনামুল হক বিজয় করেছেন ১৪৯*। দুজনেরই সবশেষ ম্যাচে সেঞ্চুরি। বিজয় ঘরোয়ায় ভালো করে আন্তর্জাতিকে ভালো করতে পারেন না, অন্যদিকে শান্ত বিজয়ের অনেক পরে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখে হয়ে গেছেন জাতীয় দলের অধিনায়কও। শ্রেষ্ঠত্বের ফয়সালাটা মাঠেই হয়ে যেতে পারে আজ।
জন্মদিনের পরের দিনটা আনন্দে না দুঃখে কাটবে মোহামেডান অধিনায়ক তামিম ইকবালের? পরপর দুই সেঞ্চুরির পর ২৮ এবং ৪৮ করেছেন পরের দুটো ম্যাচে। আজ তামিমের ব্যাট থেকে আসবে কত রান, সেটা দেখতে চৈত্রের রোদ উপেক্ষা করে চলে আসতে পারেন ভক্তরা। মোহামেডানের তারকাখচিত ব্যাটিংয়ের সামনে ধানম-ি অবশ্য খানিকটা নিষ্প্রভই। ইয়াসির রাব্বি, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহানরা জাতীয় দলে ছিলেন ক্ষণিকের অতিথি। ছয় খেলায় তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে ধানম-ি। শীর্ষ ছয়ে ঢোকার সম্ভাবনা অনেকটাই কমে যাবে আজ হেরে গেলে।
বিকেএসপিতে আরেক ম্যাচে মুখোমুখি প্রাইম ব্যাংক ও শাইনপুকুর। প্রাইমের কোচ তালহা জুবায়েরের সামনে তার পুরাতন ক্লাব। এর বাইরে এই ম্যাচের খুব একটা মাহাত্ম্য নেই। প্রাইম আছে লিগ টেবিলের সাতে, শাইনপুকুর তলানিতে।