সাকিব আল হাসানের ওপর আরোপিত বোলিং নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফলে ঘরোয়া এবং আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোলিং করতে আর কোনো বাধা থাকল না বাংলাদেশের এই অলরাউন্ডারের। মার্চের শুরুতে ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পরিচালিত স্বাধীন পরীক্ষায় দেখা গেছে, সাকিবের বোলিং অ্যাকশন আইসিসির অনুমোদিত ১৫ ডিগ্রি সীমার মধ্যেই আছে। যে কারণে সাকিবের ইসিবি অনুমোদিত প্রতিযোগিতামূলক ক্রিকেট এবং দ্য হান্ড্রেডে খেলার ব্যাপারে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
ইসিবির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাউন্টি ক্রিকেটে এবং দ্য হান্ড্রেডের জন্য সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এই মাসের শুরুতে লাফবরো বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত স্বতন্ত্র পুনঃপরীক্ষণ প্রক্রিয়ায় সাকিব উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় দেখা গেছে সাকিব তার বোলিং অ্যাকশন শুধরে ইসিবির নিয়মের ভেতরে ১৫ ডিগ্রি কোণের মাপের অভ্যন্তরে থেকেই তার বোলিং করতে পেরেছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে সারের হয়ে সমারসেটের বিপক্ষে খেলার সময় মাঠের আম্পায়াররা সাকিবের বোলিং অ্যাকশনকে সন্দেহজনক হিসেবে রিপোর্ট করেছিলেন। এরপর সাকিব লাফবরো বিশ্ববিদ্যালয়েই একটি স্বাধীন পরীক্ষায় অংশ নেন, যেখানে অনুত্তীর্ণ হওয়ায় ১০ ডিসেম্বর ২০২৪ থেকে তার নিষেধাজ্ঞা কার্যকর হয়েছিল।