বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বেতন-ভাতা না দিয়ে বন্ধ কারখানা

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০২:৩২ এএম

ঈদের আগে বেতন-ভাতা, অর্জিত ছুটির অর্থ পরিশোধসহ বেশ কিছু দাবিতে গাজীপুর মহানগরীতে তিনটি ও সদর উপজেলায় একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ হয়েছে। এরমধ্যে আলীফ গ্রুপের স্বাধীন গার্মেন্টস লিমিটেড, স্বাধীন ডাইং লিমিটেড ও স্বাধীন প্রিন্টিং লিমিটেড নামের তিনটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানার গেটে এসে অনির্দিষ্ঠকালের বন্ধের নোটিস দেখতে পেয়ে মূল ফটকের সামনেই অবস্থান নিয়ে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেন।

শিল্প পুলিশ ও শ্রমিকরা জানান, মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত স্বাধীন গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা বেশ কিছুদিন ধরেই ঈদ বোনাস, ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্র্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। এ অবস্থায় গত বুধবার সকাল থেকে আট শতাধিক শ্রমিক কর্মবিরতি শুরু করেন। শ্রমিকদের আন্দোলনের কারণে বৃহস্পতিবার সকালে কর্র্তৃপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে একটি নোটিস দিয়েছে।

শ্রমিকরা জানান, কয়েক দিন ধরেই বাৎসরিক ছুটির টাকা, ঈদ বোনাস ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু কর্র্তৃপক্ষ কোনো সমাধান না দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। সামনে ঈদ অন্য কারখানার শ্রমিকরা যখন কেনাকাটা নিয়ে ব্যস্ত তখন আমরা আমাদের টাকার জন্য সবার দ্বারে দ্বারে ঘুরছি।

কর্র্তৃপক্ষের কেউ না থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, শ্রমিকরা কিছু দিন ধরেই তাদের পাওনাদির জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু কর্র্তৃপক্ষ কোনো সমাধান না করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এতে শ্রমিকরা আরও ক্ষুব্ধ হয়।

এদিকে ঈদুল ফিতরের ছুটি দুইদিন বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন সদর উপজেলার ইউটা পোশাক তৈরি কারখানার পোশাক শ্রমিকরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী জানায়, এবার ঈদুল ফিতরের ছুটি ১০ দিনের ঘোষণা দেয় কারখানা কর্র্তৃপক্ষ। কিন্তু গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ইউটা কারখানার শ্রমিকরা তা মেনে নেয়নি। ঈদে ১০ দিনের ছুটির পরিবর্তে ১২ দিন ছুটির দাবি জানান তারা। কিন্তু শ্রমিকদের দাবিও কারখানা কর্র্তৃপক্ষ মেনে নেয়নি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে শ্রমিকরা হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, সারা দেশেই ঈদের ছুটি ১০ দিন করা হয়েছে। কিন্তু ইউটা কারখানার শ্রমিকরা তা না মেনে ১২ দিন ছুটির দাবি করেন। একপর্যায়ে তারা মহাসড়কটি অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ছাড়া গাজীপুরে সিএনজিচালিত অটোরিকশায় চাঁদাবাজি এবং নানা অজুহাতে হাইওয়ে পুলিশের মামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। গতকাল সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শ্রমিকরা ঢাকা-জয়দেবপুর সড়কের নলজানি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

সিএনজি চালকরা জানায়, মহানগর স্বেচ্ছাসেবক দলনেতা সদস্য সচিব হালিম মোল্লার নেতৃত্বে গত কয়েক মাস যাবত জোরপূর্বক গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় কয়েকশত সিএনজি চালিত অটো রিক্সা থেকে প্রতিদিন ১০০ টাকা করে চাঁদা তোলা হচ্ছে। চাঁদা দিতে না চাইলে সিএনজি চালকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি তাদের কাছ থেকে জোরপূর্ব টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনার কেউ প্রতিবাদ করলে তাকে নানাভাবে হয়রানি ও মারধর করা হয়।

এ বিষয়ে কথা বলতে হালিম মোল্লার মোবাইল ফোনে কল দিয়েও কোনো মন্তব্য পাওয়া যায়নি। বাসন থানার ওসি কায়সার আহমদ জানান, চালকদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত