রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

এই দিনে

২২ মার্চ

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০১:৪৭ এএম

১৮৩২ সালের ২২ মার্চ মৃত্যুবরণ করেন বিশ্ববিখ্যাত জার্মান লেখক ও কবি ইয়োহান ভোলফগাং ফন গ্যেটে। গ্যেটে একাধারে কবিতা, নাটক, সাহিত্য, ধর্মতত্ত্ব, মানবতাবাদ ও বিজ্ঞানে অবদান রেখেছেন। তার জন্ম ২৮ আগস্ট, ১৭৪৯ সালে। বাবা ইয়োহান ক্যাস্পার গ্যেটে, মা এলিজাবেথ ক্যাথারিন। ১৭৬৫ থেকে ১৭৬৮ সাল পর্যন্ত গ্যেটে লাইপজিশ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। আইনশাস্ত্রের সনদ নিয়ে আইন পেশায় এসেছিলেন। একই সঙ্গে চলে তার সাহিত্য রচনা। ১৭৯০ সালে আট খণ্ডে গ্যেটে রচনাবলি প্রকাশিত হয়। এ সময় তিনি জ্যোতির্বিদ্যা, অস্থিবিদ্যা, আলোকবিদ্যা ও উদ্ভিদের রূপান্তর বিদ্যা গবেষণায় গভীরভাবে আত্মনিয়োগ করেন। ১৭৯৪ সালে জার্মানির আরেক বিখ্যাত কবি শিলারের সঙ্গে তার গভীর বন্ধুত্ব হয়। বলা হয়, গোটা বিশ্বের সাহিত্যে এ রকম বন্ধুত্বের দৃষ্টান্ত বিরল। গ্যেটের সেরা সাহিত্যকীর্তি হচ্ছে দুই খণ্ডের নাটক ‘ফাউস্ট’ যাকে বিশ্বসাহিত্যের অন্যতম সেরা রতœ হিসেবেও বিবেচনা করা হয়। ষোড়শ শতাব্দীর বিখ্যাত জার্মান উপকথা ফাউস্টের ওপর ভিত্তি করে এই নাটক লেখা হয়। ১৮০৭ খ্রিস্টাব্দে ‘ফাউস্ট’ প্রথম খণ্ড প্রকাশিত হয়। ১৮২৩ সালের শুরুতে তিনি কঠিন রোগে আক্রান্ত হন। ১৮২৮ সালে ৪০ খণ্ডের রচনাবলি শেষবারের মতো তার জীবদ্দশায় প্রকাশিত হয়। ১৮৩২ সালের ১৪ মার্চ গ্যেটে গাড়ি করে ভ্রমণে বের হন। ১৬ তারিখ অসুস্থ হয়ে পড়েন এবং ২২ মার্চ মারা যান। রাজকীয় শবাধারে করে তার লাশ প্রিয় কবিবন্ধু শিলারের পাশে সমাহিত করা হয়।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত