জাতীয় নাগরিক পার্টির নেতাদের ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রবিবার (২৩ মার্চ) রাজধানীর রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি নেতাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি ও দূরত্ব নেই। আন্দোলন ও রাজনীতি আলাদা জায়গা। গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্ররা আন্দোলন থেকে রাজনীতিতে প্রবেশ করছেন। তাই এই সময়ের ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে দেশবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি।
মানুষের প্রত্যাশা এনসিপির প্রতি অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, তাদের সে প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাব।
পাটওয়ারী বলেন, ‘সেনাবাহিনীর সঙ্গে হাসনাত-সারজিসদের বৈঠকের বিষয়ে আগে থেকেই জানতো এনসিপি।’