বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ছুটিতে অনুশীলন করো স্পোকেন ইংলিশ

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৪:০৮ এএম

ছুটির এই সময়টা কাজে লাগাতে পারো স্পোকেন ইংলিশ অনুশীলন করে। এতে স্বতঃস্ফূর্তভাবে ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়বে। ছুটির মধ্যে যদি এমন একটি বিষয়ে দক্ষ হয়ে উঠতে পারো যা ভবিষ্যতে কাজে আসবে তাহলে মন্দ কী? স্পোকেন ইংলিশে ভালো করার কৌশল জানাচ্ছেন ফয়জুর ইসলাম রিংকু

ভাবো ইংরেজিতেই

মাতৃভাষা হিসেবে আমাদের স্বভাবত দক্ষতা বাংলা ভাষাতে। বাংলা আমাদের চিন্তার ভাষা। বলার আগে এ ভাষাতে ভাবি, বলি বাংলাতে বলতে আমাদের তেমন সময়ক্ষেপণ হয় না। কিন্তু যখন ইংরেজিতে কথা বলি, তখন প্রথমে বাংলায় ভাবি পরে ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করি। ফলে কিছুটা সময়ক্ষেপণ হয়। তাছাড়া ছোটবেলায় বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করার অভ্যাসও কিছুটা দায়ী। এই সময়ক্ষেপণ কথোপকথনের স্বতঃস্ফূর্ততা নষ্ট করে। তাই স্পোকেন ইংলিশ অনুশীলন করার সময় চেষ্টা করো, ভাবনাগুলো ইংরেজিতে ভাবতে।

একা একা চর্চা করে সাহস সঞ্চয় করো

ইংরেজিতে কথা বলা শুরু করলে অনেকেই অনেক কথা বলতে পারে। হয়তো কেউ কেউ তোমাকে নিয়ে হাসিঠাট্টাও করতে পারে। এসব নিয়ে ভাবলে এগোতে পারবে না। বরং এগুলো ঘটবে ধরে নিয়েই এগিয়ে যেতে মনস্থির করো। সাহস সঞ্চয়ের জন্য নিজে নিজে ইংরেজিতে কথা বলা শুরু করতে পারো। এতে মুখের জড়তা কাটবে। আয়নার সামনে নিজের সম্পর্কে বা পছন্দের কোনো বিষয় নিয়ে কথা বলা শুরু করলে নিজেই নিজেই দুর্বলতা কোথায় তা বুঝতে পারবে। কিছুদিন অনুশীলন করলে আত্মবিশ্বাস অর্জিত হবে। তখন অন্যদের সামনেও ইংরেজিতে কথা বলা শুরু করতে পারো।

অনুশীলনের জন্য একজন সঙ্গী খুঁজে নাও

অন্যদের সামনে যখন ইংরেজিতে কথা বলবে তখন নিশ্চিতভাবেই কেউ কেউ হাসিঠাট্টা করবে। তবে এগুলো আমলে নিলে চলবে না। এগুলো আমলে নিয়ে সবার সামনে কখনই স্বতঃস্ফূর্তভাবে ইংরেজিতে কথা বলতে পারবে না। তবে সবাই যে শুধু ঠাট্টা-তামাশাই করবে তা নয়। অনেকে উৎসাহ দেবে আবার অনেকে তোমার মতোই ইংরেজিতে কথা বলতে উৎসাহিত হবে। আগ্রহীদের মধ্যে অন্তত একজনকে বাছাই করো তোমার অনুশীলনের সঙ্গী হিসেবে। কারণ কথোপকথন একা একা হয় না। এরপর যদি আরও কয়েকজনকে পাও খুলে ফেলতে পারো স্পোকেন ইংলিশ ক্লাব।

গ্রামার নিয়ে বেশি চিন্তা না করা

ইংরেজিতে কথা বলার সময় অনেকেই গ্রামারের ভুল নিয়ে বিব্রত হয়। এতে স্বতঃস্ফূর্ততা নষ্ট হয়। এজন্য অনুশীলনের সময় গ্রামারের ভুল নিয়ে মাথা না ঘামানোই ভালো। ভুলগুলো যত প্রকাশিত হবে ততই নিজেকে সংশোধন করে নিলেই হবে। মানুষ ভুলকে সংশোধনের মাধ্যমেই পরিপূর্ণতার দিকে এগিয়ে যায়।

উচ্চারণ কেমন হবে তা শুনে শুনে জানতে হবে

কোন শব্দের উচ্চারণ কেমন হবে তা যদি না জানো তাহলে ইংরেজিভাষীরা কিন্তু তোমার কথা বুঝতে পারবে না। তাই ইংরেজি শব্দের সঠিক ইংরেজি কেমন হবে তা জানতে প্রচুর ইংরেজিতে কথোপকথন শুনতে হয়। খেলার ধারাভাষ্য, খবর প্রভৃতি ইংরেজিতে শুনলে উপকার পাবে। ইংরেজি টিভি সিরিজ ও মুভি দেখলেও এ বিষয়ে দ্রুত উন্নতি করতে পারবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত