বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বিজ্ঞান

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০১:০৯ এএম

দ্বিতীয় অধ্যায় : জীবজগৎ

বহুনির্বাচনী প্রশ্নোত্তর

(গত সংখ্যার পর)

১৭. অপুষ্পক উদ্ভিদ কীসের মাধ্যমে প্রজনন সম্পন্ন

করে?

ক. অযৌন                                   খ. যৌন

গ. স্পোর                                    ঘ. অঙ্গজ

১৮. মস জাতীয় উদ্ভিদে মূলের পরিবর্তে কী থাকে?

ক. শাখামূল                                 খ. বেসমূল

গ. রাইজয়েড                   ঘ. কোরালয়েড মূল

১৯. সর্বোন্নত অপুষ্পক উদ্ভিদ নিচের কোনটি?

ক. ছত্রাক                                    খ. শৈবাল

গ. ফার্ন                          ঘ. মস

২০. সমাঙ্গদেহী উদ্ভিদ নিচের কোনটি?

ক. মস                           খ. ফার্ন

গ. ঢেঁকিশাক                    ঘ. শৈবাল

২১. কোনটির দেহে ক্লোরোফিল থাকে?

ক. পেনিসিলিয়াম              খ. শৈবাল

গ. মিউকর                                  ঘ. এগারিকাস

২২. ফানজাইর বৈশিষ্ট্য

র. সুগঠিত নিউক্লিয়াস নেই  রর. এককোষী

ররর. পরভোজী

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর

গ. রর ও ররর                             ঘ. র, রর ও ররর

২৩. কত ধরনের সপুষ্পক উদ্ভিদ পাওয়া যায়?

ক. ২                             খ. ৩

গ. ৪                              ঘ. ৫

২৪. পাইনাস কোন ধরনের উদ্ভিদ?

ক. নগ্নবীজী                                 খ. আবৃতবীজী

গ. সমাঙ্গদেহী                  ঘ. মসবর্গীয়

২৫. সাইকাসের পাতা কোন গাছের পাতার মতো?

ক. নারকেল                                 খ. আম

গ. পেয়ারা                                  ঘ. পাইন

উত্তর

১৭. গ, ১৮. গ, ১৯. গ, ২০. ঘ, ২১. খ, ২২. গ, ২৩. ক, ২৪. ক, ২৫. ক

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত