বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

২৭ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল, ভোগান্তি

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৭:১২ পিএম

যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ মিনিট আটকে ছিল বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলের একটি ট্রেন। স্বয়ংক্রিয় সিস্টেম হওয়ায় বাকি ট্রেনগুলো স্ব-স্ব স্থানে আটকে যায়। এতে মেট্রোরেল যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে।

সোমবার (২৪ মার্চ) বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ৪টা ৭ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল বলে ডিএমটিসিএল সূত্রে জানা গেছে। তবে কী কারণে যান্ত্রিক ত্রুটি হয়েছিল তা সুনির্দিষ্টভাবে এখনো জানা যায়নি।

এদিকে মেট্রোর ভেতরে আটকে থাকায় অস্বস্তিতে পড়েন যাত্রীরা। তাদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ পোস্ট দিয়েছেন।

দায়িত্বশীল আরও একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, একটি ট্রেনের ব্রেকে জটিলতা তৈরি হয়েছিল। পরে দুপুর ৩টা ৪০ মিনিট থেকে বিকাল ৪টা ৭ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ৪টা ৮ মিনিট থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত