সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

এএইউবির ১৬তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত 

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১০:১২ পিএম

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের (এএইউবি) ১৬তম সিন্ডিকেট সভা শুক্রবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সম্মানীত উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার সভায় সভাপতিত্ব করেন।

সভার শুরুতেই সুস্থতা ও কর্মস্পৃহা নিয়ে এই সভায় উপস্থিত হওয়ার সুযোগ দানের জন্য সম্মানীত উপাচার্য সর্বশক্তিমান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জুলাই-আগস্টের বিপ্লবকালীন সময়ে দেশের মুক্তি ও অগ্রগতির জন্য প্রাণ উৎসর্গকারী বিপ্লবী শহিদদের। তিনি তাদের আত্বার মাগফেরাত কামনা করেন একইসঙ্গে আহত বীরদের দ্রুত সুস্থতা কামনা করেন। এরপর তিনি উপস্থিত সবাইকে বিপ্লবের দ্বারা সৃষ্ট পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে Aviation and Aerospace University, Bangladesh (AAUB) করার বিষয়ে সার্বিক সহযোগিতার জন্য সকল সিন্ডিকেট সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান।

সভাপতি আরও উল্লেখ করেন অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) একটি বিশেষায়িত উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, যা অ্যাভিয়েশন ও মহাকাশ প্রযুক্তির জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অতঃপর তিনি গত ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত ১৫তম সিন্ডিকেট সভার পর হতে অদ্যাবধি কৃত কার্যাবলীর একটি সারসংক্ষেপ উপস্থিত সকলের জ্ঞাতার্থে উপস্থাপন করেন।

এরপর সিন্ডিকেট সভায় সকল এজেন্ডাসমুহ বিস্তারিত আলোচনা করা হয় এবং সে অনুযায়ি প্রয়োজনীয় সিদ্ধান্তসমুহ গৃহীত হয়। সভায় অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সদস্যবৃন্দের পাশাপাশি শিক্ষা মন্ত্রনালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় এবং সিএএবি হতে সিন্ডিকেট সদস্যবৃন্দ অংশগ্রহন করেন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত