সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

যুদ্ধের নতুন অস্ত্র ‘পানি’

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০১:২১ এএম

অবরুদ্ধ গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের বিতাড়নে ইসরায়েল পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সে সঙ্গে গাজায় সমস্ত মৌলিক পরিষেবা বন্ধ করে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশন লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেছেন তিনি। গত রবিবার বিশ^ পানি দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট আব্বাস বলেন, ‘দখলদার ইসরায়েল আমাদের জনগণের দুর্ভোগ, বাস্তুচ্যুতি এবং প্রকৃতপক্ষে ধীরে ধীরে মৃত্যু আরও বৃদ্ধির জন্য আরেকটি অস্ত্র ব্যবহার করেছে। সমস্ত মৌলিক পরিষেবা বন্ধ করে এই কাজ করছে তারা। বিশেষ করে পানি বন্ধ করে এবং মানবিক সাহায্যের প্রবেশ বন্ধ করে ইসরায়েল এ কাজ করছে, যা আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশন এবং আন্তর্জাতিক রেজোলিউশনের সুস্পষ্ট লঙ্ঘন।’

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার ক্রমবর্ধমান পানি সংকটের ন্যায্য সমাধান খুঁজে বের করার জন্য বাস্তবসম্মত এবং মৌলিক পদক্ষেপ নেওয়ার জন্য আব্বাস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গাজার ফিলিস্তিনি শিশুদের নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো কিছু নেই। এই শিশুরা এক লিটার পানি পেতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। বিশে^র অন্য শিশুদের মতো নিরাপদে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তারা।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট আরও বলেন, এটি ফিলিস্তিনিদের জীবন নিয়ন্ত্রণ, তাদের ভূমি থেকে উৎখাত এবং অবৈধ বসতি সম্প্রসারণের রাজনৈতিক এজেন্ডা। ইসরায়েল এর বাস্তবায়ন এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে ক্ষুণœ করার জন্য ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ পানিসম্পদ লুণ্ঠন করে তার দখলনীতির সম্প্রসারণ করেছে।

গত মঙ্গলবার থেকে আবারও গাজায় অভিযান চালানো শুরু করেছে ইসরায়েল। নতুন এই হামলায় কয়েক দিনে ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা উপত্যকায় ইসরায়েলকে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা ক্যালাস। কায়রোতে মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে ক্যালাস বলেন, ‘আমরা ইসরায়েলের আবার হামলা শুরুর তীব্র বিরোধিতা করি। এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। নতুন যুদ্ধ পরিস্থিতিকে শুধু জটিলই করবে।’

এদিকে, অধিকৃত পশ্চিমতীরে ১৩টি ইহুদি বসতি এলাকাকে তাদের পার্শ্ববর্তী কমিউনিটি থেকে আলাদা করার একটি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিপরিষদ। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, ‘এই বসতিগুলো এখন স্বাধীন হিসেবে স্বীকৃত হবে। আমরা বসতির স্বাভাবিকীকরণ এবং নিয়মিতকরণের বিপ্লব চালাচ্ছি। এটি ইহুদি এবং সামারিয়া অঞ্চলে প্রকৃত সার্বভৌমত্বের পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপের নিন্দা করেছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত