বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ভারত-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০১:২২ এএম

ভারত-পাকিস্তানের জম্মু ও কাশ্মীর সীমান্তে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছেন, দুষ্কৃতকারীদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কিছু বলা হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল রবিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় নিরাপত্তা বাহিনী এবং দুষ্কৃতকারীদের মধ্যে ব্যাপক বন্দুকযুদ্ধ হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে তিন থেকে পাঁচজন দুষ্কৃতকারীকে দেখা যাওয়ার পর নিরাপত্তাবাহিনী অভিযান শুরু করে। জেলা উন্নয়ন কাউন্সিলর করণ কুমার জানান, তিনি অন্তত ২৫০ রাউন্ড গুলির শব্দ শুনেছেন। ওই এলাকায় এখনো ভয়ের পরিবেশ বিরাজ করছে বলেও জানান তিনি। পাকিস্তান সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সান্যাল গ্রামের নার্সারির একটি ঘেরের ভেতরে বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি সম্পর্কে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত